পুবের কলম ওয়েবডেস্ক: নতুন বছর ২০২৩ সালের শুরুটা তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য মোটেই আশাপ্রদ হলোনা। ৯১টি সংস্থা চলতি মাসের প্রথম১৫ দিনে ২৪,০০০ এরও বেশি তথ্যপ্রযুক্তি কর্মীদের ছাঁটাই করেছে, যা সামনে আরও খারাপ দিনের ইঙ্গিত দিচ্ছেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যামাজন, সেলসফোর্স, কয়েনবেসের মত “ টেক জায়ান্ট” সংস্থাগুলি কমপক্ষে ২৪,১৫১ জন কর্মীকে ছাঁটাই করেছে।
লেঅফ ট্র্যাকিং ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুসারে আরও জানা যাছে ক্রিপ্টো ডট কম বিশ্বজুড়ে কমপক্ষে ২০% কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতাই এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে মূল কারণ বলে দাবি করা হয়েছে।
ভারতে অ্যাপ ক্যাব সংস্থা ওলা খুব সম্প্রতি ২০০ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে। স্টার্টআপ সংস্থা Skit.ai-এর মতো কোম্পানিগুলি গত বছরের ডিসেম্বর মাসে , ১৭০০০ এরও বেশি তথ্যপ্রযুক্তি কর্মীকে বরখাস্ত করেছিল।
মেটা, টুইটার, ওরাকল, এনভিডিয়া, স্ন্যাপ, উবার, স্পটিফাই, ইন্টেল এবং সেলসফোর্সের মতো কোম্পানিগুলির ২০২২সালে ১৫৩১১০ জন কর্মীকে গ্লোডেন হ্যান্ডশেক ধরিয়েছিল। শুধু নভেম্বরেই ৫১,৪৮৯ তথ্যপ্রযুক্তি কর্মী তাদের চাকরি হারিয়েছেন। গুগলের মত বিগ টেক কোম্পানি তারাও ২০২৩ সালের প্রথম দিকে কর্মীসঙ্কোচনের কঠোর পদক্ষেপ নেবে এমন আশঙ্কায় কাঁটা হয়ে আছেন কর্মীরাও।