কলকাতাFriday, 25 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ভিসা নীতিতে অসন্তুষ্ট বাংলাদেশের মানুষঃ রিজওয়ানা হাসান

Kibria Ansary
October 25, 2024 2:44 pm
Link Copied!

ঢাকা, ২৫ অক্টোবর: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ভিসা পরিষেবা বন্ধ রেখেছিল ভারত। পরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়েছে। তবে বর্তমানে জরুরি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেই ভিসা দিচ্ছে নয়াদিল্লি। যদিও এবার ভারতের ভিসা নীতি নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নয়াদিল্লির ভিসা নীতিতে বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট বলে মন্তব্য করলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, ভারতের সঙ্গে ভালো ও দৃঢ় সম্পর্ক চাই ঢাকা। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে একে অপরের কথা শোনা এবং বোঝা খুব গুরুত্বপূর্ণ। ভারত সরকার নিশ্চয় শুনেছে, যে ভারতের নিয়ন্ত্রণমূলক ভিসা নীতিতে বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট।

Read More: জামিনে মুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, ভারত পরিষ্কারভাবে বলে আসছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কিছু করতে পারবে না। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আছে, যাতে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। অন্য কোনো দেশ এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করেনি। আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত বা জাপানের মতো অন্য কোনও দেশ ভিসায় এত বিধিনিষেধ আরোপ করেনি। হয়তো ভারত সরকার তাদের নীতি পুনর্বিবেচনা করবে। বাংলাদেশের উপদেষ্টার কথায়, “আমি মনে করি না, যে বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে পরিস্থিতি পরিবর্তনের কোনো উদ্যোগ নিয়েছে।”

Read More: ডানার প্রভাবে বিধ্বস্ত ওড়িশা, কলকাতায় প্রবল বৃষ্টিপাত

রিজওয়ানা হাসান প্রশ্ন তুলেছেন, আমাদের কাছে এটাও জরুরি যে, যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে তাদের কেউ কেউ হয়তো ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সরকারের পরিবর্তিত পরিস্থিতি বলতে হয়তো এটাই বোঝাতে চেয়েছেন, আমরা নিশ্চিত নই। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সমঝোতা করা এখনো অগ্রাধিকার পায়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা।