ঢাকা, ২৫ অক্টোবর: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ভিসা পরিষেবা বন্ধ রেখেছিল ভারত। পরে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়েছে। তবে বর্তমানে জরুরি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেই ভিসা দিচ্ছে নয়াদিল্লি। যদিও এবার ভারতের ভিসা নীতি নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নয়াদিল্লির ভিসা নীতিতে বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট বলে মন্তব্য করলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, ভারতের সঙ্গে ভালো ও দৃঢ় সম্পর্ক চাই ঢাকা। যে কোনও সম্পর্কের ক্ষেত্রে একে অপরের কথা শোনা এবং বোঝা খুব গুরুত্বপূর্ণ। ভারত সরকার নিশ্চয় শুনেছে, যে ভারতের নিয়ন্ত্রণমূলক ভিসা নীতিতে বাংলাদেশের মানুষ অসন্তুষ্ট।
Read More: জামিনে মুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, ভারত পরিষ্কারভাবে বলে আসছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কিছু করতে পারবে না। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি আছে, যাতে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। অন্য কোনো দেশ এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করেনি। আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত বা জাপানের মতো অন্য কোনও দেশ ভিসায় এত বিধিনিষেধ আরোপ করেনি। হয়তো ভারত সরকার তাদের নীতি পুনর্বিবেচনা করবে। বাংলাদেশের উপদেষ্টার কথায়, “আমি মনে করি না, যে বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে পরিস্থিতি পরিবর্তনের কোনো উদ্যোগ নিয়েছে।”
2 Comments
Pingback: সীমান্তের ক্যাম্প থেকে বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্ত - PuberKalom.com
Pingback: সন্ত্রাসবাদী কার্যকলাপ, আনমোল বিষ্ণোইয়ের খোঁজ দিলেই মিলবে টাকার পুরস্কার