কলকাতাSunday, 20 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পড়াশোনার পাশাপাশি সমাজসেবাতেও নজির হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির

asim kumar
October 20, 2024 3:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সারা বছর পড়াশোনার পাশাপাশি এবার সমাজসেবার ব্রত নিয়ে এগিয়ে আসলো হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি। উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ার মল্লিকপুরে অবস্থিত আম্রকানন ঘেরা হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি। সারা বছর লেখাপড়ার পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠান করে তাঁরা।

 

রবিবার হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব, বৃক্ষ বিতরণ ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান। স্থানীয় মানুষজন ও অ্যাকাডেমির অভিভাবক অভিভাবিকাবৃন্দ মিলিয়ে প্রায় ৫০ জন দাতা রক্তদান করেন। বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে রক্তাদাতাদের হাতে এদিন বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

এদিন উদ্বোধনী ভাষণে হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সুপারেন্টেন্ডন্ট মুফাস্বীর হোসেন বলেন, সমাজসেবার উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে আমরা স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছি। হাশিমিয়া অ্যাকাডেমির অ্যালুমানি অ্যাসোসিয়েশন তথা প্রাক্তন ছাত্রদের উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান।

তাঁর কথায়, শুধু লেখাপড়া নয়, পড়াশুনার পাশাপাশি হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সমাজসেবাতেও আছে। রক্তদান, বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে গাছের চারা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানালাম। সমাজের প্রতি এই কাজগুলো করা আমাদের কর্তব্য বলে তিনি জানান।

Read more: Breaking: রাজ্যে ৬ বিধাসভা উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাব্বাইক ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সম্পাদক হাসিবুর রহমান, নীড় আইডিয়াল হোমের সম্পাদক আবুল কালাম আজাদ, মোটিভেশনাল স্পিকার আবেদীন হক আদি, হাড়োয়া থানার আধিকারিক সুজন পাল ও সফিউল ইসলাম, আইনজীবি শেখ ওয়াসিম আক্তার, স্থানীয় পঞ্চায়েত সদস্য আনসার আলী ও তাপসবাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষক হাসিম আব্দুল হালিম ওরফে মুকুল।