পুবের কলম প্রতিবেদক: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিয়ে বুধবার দিনভর চলল টানটান নাটক। এক সময় সিবিআইয়ের অফিসের দিকে যেতে যেতে এসএসকেএম হাসপাতালের দিকে গাড়ি ঘোরান বীরভূমের দাপুটে নেতা ‘কেষ্ট’ ওরফে অনুব্রত মণ্ডল। তিনি শ্বাসকষ্টের ‘অসুখ’ নিয়ে ভর্তিও হন হাসপাতালে। সেখান থেকেই সিবিআইয়ের কাছে তাঁর বার্তা সশরীরে হাজিরা দেওয়ার জন্য ৪ সপ্তাহ সময় দরকার।
বুধবার তিনি আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সশরীরে হাজিরার জন্য ৪ সপ্তাহ সময় চেয়েছেন। এ দিনই দুপুরেই এসএসকেএমে অনুব্রতর সঙ্গে দেখা করতে আসেন তাঁর আইনজীবীরা। তারপর সেখান থেকে তাঁরা চলে যান নিজাম প্যালেসে সিবিআই অফিসে। সেখানে গিয়ে তাঁরা অনুব্রত মণ্ডলের তরফে আবেদনপত্র জমা দেন সিবিআই গোয়েন্দাদের কাছে।
সিবিআইয়ের কাছে তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁর সদিচ্ছা থাকা সত্বেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারছেন না। হাজিরার জন্য তাঁকে যাতে চার সপ্তাহ সময় দেওয়া হয়। এর আগে বারবার সমন পাঠানো হলেও হাজিরা এড়ান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, রক্ষাকবচ চেয়ে আদালতের দারস্থ হন। হাইকোর্টে অনব্রত মণ্ডলকে নিয়ে অনেক জপঘোলাও হয়। তার মধ্যেই বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এদিনও ফের সিবিআই দফতরে যাননি তিনি।