পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশই চরমে উঠছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। সোমবার ক্যাবিনেট বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী ফের রাজ্যপালের প্রতি সোচ্চার হয়ে বলেন, ফাইলে সই করতে দেরি করছেন রাজ্যপাল। সব কাজে বাধা দেওয়া হচ্ছে। কিছু করতে গেলেই বাধা দান করা হচ্ছে। এদিন ক্যাবিনেট বৈঠক থেকে মুখ্যমন্ত্রী দেউচা পাচামি নিয়ে বলেন, জোর করে কারুর কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে না। যারা জমি দিতে ইচ্ছুক তাদের কাছ থেকেই জমি নেওয়া হবে। দেউচা পাচামি ইন্ডাস্ট্রি হলে কয়েক লক্ষ চাকরির সংস্থান হবে। আমি চাই স্থানীয় মানুষেরা এক চাকরি পান। জমিদাতার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। জমির প্রকৃত দাম থেকে দ্বিগুণ দাম দেওয়া হবে। বাড়ি করতে ৭ লক্ষ টাকা দেবে সরকার।
এদিন মমতা বলেন, আমরা চাই অনৈতিক খাদানগুলিকে বৈধ খাদানের তালিকায় নিসে আসা। কিন্তু অবৈধ খাদান মালিকরা অবশ্য সেটা চান না। সরকার দেউচা পাচামির জন্য অনেক খরচ করবে। বাড়ি করতে ৭ লক্ষ টাকা দেবে সরকার। আমরা দেউচা পাচামিতে কাউকে বঞ্চিত করছি না।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, আমরা চাই দেউচা পাচামি চাকরি, বাড়ি, জমি সব কিছু হোক। সব কিছুর মধ্যে রাজনীতি করার দরকার নেই বলেও এদিন বৈঠক থেকেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমি জীবন দিয়ে আন্দোলন করেছি। ২৬ দিন অনশন করেছি। আমি চাই বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রি হোক।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র রেল, সেল সব বিক্রি করে দিচ্ছে। সেখানে আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। রাজ্য এখানে ৩৫ হাজার কোটি বিনিয়োগ করবে। চাকরি হবে। তবে আমি আবার বলছি, কারুর কাছ থেকে জোর করে জমি কেড়ে নেওয়া হবে না।