পুবের কলম, ওয়েবডেস্কঃ লখনউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই লখনউ পৌঁছবেন তিনি। ৮ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভার্চুয়াল সমাবেশ করতে পারেন বলে সূত্রের খবর।
এদিন লখনউয়ে পাড়ি দেওয়ার আগে বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, অখিলেশ যাদবের আমন্ত্রণে প্রচারের জন্য লখনউ যাচ্ছি। সমাজবাদী পার্টি জিতুক সেটাই চাই। অখিলেশ যে লড়াই করছে, তার জন্য সকলের তার পাশে থাকা উচিত। উত্তরপ্রদেশ ভোটে তৃণমূল না লড়াই করলেও, পাশে আছি। একসঙ্গে ভোটে লড়াই করলে ভালো হয়। ভোট কেটে লাভ নেই। পঞ্জাবে ভোটে তৃণমূল লড়াই করবে, মমতা এদিন বলেন, বারাণসীতে যাব, সময় পেলে মিটিং করব।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। মোট সাত ধাপে এই নির্বাচন। এই নির্বাচনে কংগ্রেস একলা চলছে। এই আবহে সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা। বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন মমতা। সম্প্রতি তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি হঠাওয়ের ডাক দিয়ে মমতা বলেন, বিজেপিকে হঠাতে হলে সব আঞ্চলিক দলকে ফের একজোট হওয়ার বার্তা দেন তিনি।
২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পক্ষে প্রচার করতে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ও দলের জাতীয় সহ-সভাপতি কিরণময় নন্দাকে পাঠিয়েছিলেন। আর এবার ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধিতার সুর চড়াতে অখিলেশের পাশে দাঁড়াতে চলেছেন মমতা নিজে।
এই বছর জানুয়ারিতে অখিলেশ যাদব কিরণময় নন্দাকে মমতার দক্ষিণ কলকাতার বাসভবনে পাঠিয়েছিলেন। সেখানে মমতার সঙ্গে দেখা করেন নন্দা। উত্তরপ্রদেশে নির্বাচনের আগে সমাজবাদী পার্টির হয়ে প্রচারের জন্য মমতাকে আমন্ত্রণ জানান নন্দা। এর প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি লখনউ গিয়ে অখিলেশের সঙ্গে বিজেপি বিরোধী প্রচার করবেন। এর আগে ২০১৭ সালেও অখিলেশের হয়ে প্রচার করেছিলেন মমতা।