পুবের কলম প্রতিবেদক: শনিবার রাত ১১টা থেকে রবিবার ভোর ৪ টা পর্যন্ত বন্ধ থাকবে ঐতিহ্যবাহী ‘হাওড়া ব্রীজ’। রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ওইদিন রাতে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। এর আগে, ২০২৩ সালে রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্যপরীক্ষা হয় হাওড়া ব্রিজের। এর জন্য গাড়ি চলাচলের অভিমুখও বদল করা হয়েছে।
যানবাহনের অভিমুখ কোন পথে?
>কলকাতার স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু দিয়ে।
>সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিকে হাওড়ার দিকে যেতে পারবে।
>ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে।
>দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
>উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু যে গাড়িগুলি আসবে, সেই গাড়িগুলিতে ২৭এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
>পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। এই সেতুটি ১৯৪৩ সালে অনুমোদিত হয় এবং ১৯৪৫ সালে পুরাতন পনটুন সেতুর বদলে বহির্বাহু সেতুটির উদ্বোধন হয়। ১৯৬৫ সালের ১৪ জুন মাসে সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘রবীন্দ্র সেতু’ রাখা হয়।