কলকাতাMonday, 15 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কোন জেলায় কত ভ্যাকসিন হয়েছে, বাকি কত… একটি রিপোর্ট

mtik
November 15, 2021 8:22 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে এক চতুর্থাংশ মানুষের পূর্ণাঙ্গ টিকাকরণ সম্পন্ন হয়েছে। ৮৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। অন্যদিকে– কোভ্যাকসিন ও কোভিশিল্ড এই দুই ভ্যাকসিনের ডোজের সময়সীমা পার হয়ে গেলেও রাজ্যে প্রায়  ৪৫ লক্ষ মানুষের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি। সোমবার এই তথ্য প্রকাশিত হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে। সময় হয়ে গেলেও কোনও কোনও জেলা থেকে দ্বিতীয় ডোজ প্রাপকরা এখনও টিকা নেননি তা খুঁজতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে জেলাগুলিকে এই পরিসংখ্যান পাঠিয়ে  প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী  দুই ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ-এর সমযüসীমা পেরিয়ে  যাওয়ার পরেও যারা টিকা নেননি সেই সংখ্যাটি হল ৪২,৪৫,৫৪৮। এরমধ্যে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়নি এমন সংখ্যা ৬৯৮৩৮৩। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেয়নি এমন ব্যক্তির সংখ্যা ৩৫৪৭১৬৫। কলকাতাতে এই দুই ভ্যাকসিন মিলিয়ে  দ্বিতীয় ডোজ নেওয়ার সংখ্যা বাকি রয়েছে ৪০০১৮৫। উত্তর ২৪ পরগনাতে বাকি রয়েছে ৩৮২৬৩০। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই চিন্তা বেড়েছে নবান্ন ও রাজ্য স্বাস্থ্য দফতরের।

অন্যদিকে– স্বাস্থ্য দফতর সূত্রে খবর দুই ভ্যাকসিন মিলিয়ে  পরেও ভ্যাকসিন না নেওয়ার সংখ্যা আলিপুরদুয়ারে ২২৬৩১৫। মালদায় বাকি রয়েছে ১৪৫৯৪২–  মুর্শিদাবাদ জেলায়  বাকি রয়েছে ২২৮০৩৩–  নদিয়া জেলায়  বাকি রয়েছে ১৮২৫৫৯– পশ্চিম মেদিনীপু্রে ৩৮২৬৩০–  পূর্ব মেদিনীপুর জেলায়  বাকি রয়েছে ১১৫১৩৬–  পুরুলিয়াতে রয়েছে ৭৫৪৬৬–  দক্ষিণ ২৪ পরগনা জেলায়  বাকি রয়েছে ২০৮০৬১–  উত্তর দিনাজপুরে বাকি রয়েছে ৮৫৯১১–  পশ্চিম বর্ধমান জেলার বাকি রযেüছে ১২৭৪১১।

অন্যদিকে– বাঁকুড়া জেলায় বাকি ১৪৩৯৩৩– বীরভূম জেলাযü ১৬৩৫২৮– কোচবিহারে ১৩১৭৩৫–  দক্ষিণ দিনাজপুর জেলায়  ৮৪৬৯৮–  দার্জিলিং জেলায়  ১২৮১৮২– পূর্ব বর্ধমান জেলায় ১৪৪১৪৭– হুগলিতে বাকি রয়েছে ২৩২৫০৫– হাওড়া জেলায়  বাকি রয়েছে ১৭৬০৯৭– জলপাইগুড়িতে বাকি রয়েছে ১৩৮৪৬১–  ঝাড়গ্রাম জেলায়  বাকি রয়েছে ৮৪৮৮৭– কালিম্পং জেলায়  বাকি রয়েছে ২৭৮৮৪।