পুবের কলম প্রতিবেদক: পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামার এক সপ্তাহ আগে অনুশীলন ম্যাচে চোট পেলেন বিরাট কোহলি। তাঁকে ঘিরেই যখন ভারতের যাবতীয় আশা আকাঙ্কা আবর্তিত হচ্ছে, ঠিক সেই সময়ই বিরাটের চোট প্রথম দিকে কিছুট অস্বস্তিতে ফেলেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টসহ ভারতীয় সমর্থকদেরও। তবে জানা গিয়েছে বিরাট আপাতত সুস্থ আছেন। এদিন অনুশীলন ম্যাচে খুব একটা বেশি রান করতে পারেননি। মাত্র ১৫ রান করে আউট হয়েছেন মুকেশ কুমারের বলে। একটি বাউন্সার এসে লাগে বিরাটের হাতে। বিরাট তারপরও খেলে যাচ্ছিলেন। এমনকি আউট হওয়ার পরেও নেটে গিয়ে অনুশীলন করতে শুরু করে দেন। নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছিলেন কোহলি। এরপর ম্যাচ শেষে বিরাটকে দেখা যায় হাসপাতালে হাতের স্ক্যান করতে গিয়েছেন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে বিরাট এখন সুস্থ আছেন। তিনি অনুশীলনও করবেন।
এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর সিরিজে নামার আগে বিরাট কোহলি ২০১৪-১৫ অস্ট্রেলিয়ার সিরিজের স্মৃতি রোমন্থন করে সতীর্থদের উৎসাহিত করলেন। বিরাট বলেন, ‘অ্যাডিলেডে প্রথম টেস্টে আমি প্রথম বলেই মিচেল জনসনকে ফেস করেছিলাম। আর প্রথম বলটাই আমার মাথায় এসে লাগে। এর ঠিক কিছুদিন আগেই মাথায় বাউন্সার লেগে ফিল হিউজের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তাই আমি কেন, সবাই ভয় পেয়ে গিয়েছিল আকস্মিক এই আঘাতে। এটা আমি বিশ্বাসই করতে পারিনি। এরপর আমি নিজের খেলার পরিকল্পনাই পুরো বাতিল করে দিই। আমার দেখতে অসুবিধে হচ্ছিল, এমনকি চোখের সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু হাল ছাড়িনি।’
জনসনের বল মাথায় লাগার পরেই বিরাটের খেলা খুলে যায়। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দেন বিরাট। সেই রোমাঞ্চকর স্মৃতি মনে করতে গিয়ে বিরাট জানালেন, ‘লাঞ্চের আগেই এই ঘটনা ঘটে। তারপরই আমি ঠিক করে ফেলেছিলাম,আমার কাছে দুটো অপশন আছে, ফ্লাইট অথবা ফাইট। হয় বিমান ধরে দেশে ফেরা নয়ত লড়াই করে ক্রিজে টিকে থাকা। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছিলাম। আর তার ফল পেয়েছিলাম, যেটা সবাই দেখেছে।’ বিরাট প্রথম ইনিংসে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ভারত ৪৪৪ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে মুরলী বিজয়ের সঙ্গে জুটি বেঁধে তাঁর ১৪৪ রানের ইনিংসটির কথাও রোমন্থন করলেন কিং কোহলি।
অস্ট্রেলিয়ার পিচ যে খুব কঠিন সেটা তরুণ ক্রিকেটারদের বোঝাচ্ছেন বিরাট। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তরুণ ব্যাটারদের উদ্বুব্ধ করছেন কোহলি। পারথে প্রথম টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেটের নয়া শাহেনশা।