কলকাতাFriday, 25 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বাংলা জয়ী ১০ জন হাফেজ

mtik
March 25, 2022 4:11 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক­ : পবিত্র কুরআন শরীফকে নির্ভুল এবং বিশুদ্ধভাবে তিলাওয়াতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গে বিশিষ্ট উলামায়ে কেরামগণের নেতৃত্বে গঠিত হয়েছে কুরআনের আলো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বিগত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে হিফজুল কুরআন প্রতিযোগিতার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে। গত ২০ মার্চ রবিবার হাওড়া কল্যাণপুর দারুল উলুম মাদ্রাসায় সারা রাজ্যের প্রথমসারির বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ বছর বয়সি ছাত্রদের নিয়ে সকাল থেকে দুই পর্বে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সেমি-ফাইনাল পর্ব সমাপ্ত হয়।

 

ফাউন্ডেশনের ডিরেক্টর মুফতি মুমতাজ আহমদ কাসেমী জানান, আমাদের লক্ষ্য, কওমী মাদ্রাসায় পাঠরত কুরআনের ছাত্রদের সুপ্ত প্রতিভাগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করা। জানা যায়, ফাউন্ডেশনের এই উদ্যোগকে বিশিষ্ট উলামায়ে কেরামরা প্রশংসা করেছেন। শুধু এ বছর নয়, আগামী বছরগুলোতেও এই হিফজুল কুরআন কনফারেন্স বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, জামেয়াতুল ক্বিরাত কাফলেতার কর্ণধার ক্বারী ইসমাইল বিসমিল্লাহ সাহেব। এছাড়াও ছিলেন মাওলানা আবদুল হক, ক্বারী মুহাম্মদ, ক্বারী মুফিদুল ইসলাম, মুফতি ইনামুল হাসান, মাওলানা আবদুস সামাদ, মাওলানা ওয়াসিম বারী, মাওলানা সাআদ কাসেমী প্রমুখ।

 

উল্লেখ্য, ইতিপূর্বে বাছাই পর্ব ও কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে। এদিন গুজরাত থেকে আগত সুদক্ষ বিচারক মণ্ডলীর মাধ্যমে শেষ পর্যায়ে ১০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়। আগামী ঈদের পর দেশ-বিদেশের বরেণ্য অতিথিদের উপস্থিতিতে ফাইনাল পর্ব শেষ হবে।