বেঙ্গালুরু: প্রত্যেক বিধায়কের দাম ৫০ কোটি। ৫০ জন বিধায়ক না করে দিয়েছেন। তাহলে আর ভোটের দরকার নেই। কর্নাটক সরকারকে ফেলতে ফন্দি আঁটছে বিজেপি। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর অভিযোগ, গেরুয়া শিবির তাঁর সরকারকে ফেলতে চক্রান্ত করছে। ৫০ জন কংগ্রেস বিধায়ককে কিনতে ৫০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের কোনও বিধায়ক বিজেপির ঘোড়া কেনাবেচার ফাঁদে পা দেননি। কোটি কোটি টাকার প্রস্তাবও তারা গ্রহণ করেনি। যে কারণে বিজেপি এখন তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। মহীশূরের এক সরকারি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী এই মারাত্মক অভিযোগ করলেন।
কংগ্রেস বিধায়কদের কিনতে এত বিপুল টাকা কোথায় পেল বিজেপি! সেই প্রশ্নও তুলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়ার প্রশ্ন, ‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, বাসবরাজ বোম্মাই, বিরোধী দলনেতা আর অশোক, বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র কি টাকা ছাপিয়েছেন?’ মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘ওরা (বিজেপি) কোটি কোটি টাকা কামিয়েছে। সেই টাকা দিয়ে প্রত্যেক বিধায়ককে ৫০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেন তাঁরা। বিপুল টাকা সবটাই অবৈধ, পুরোটাই ‘ঘুষের টাকা’।’
প্রসঙ্গত, অতীতে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে না পেরে, ঘোড়া কেনাবেচার পথে হাঁটতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। অ-বিজেপি শাসিত রাজ্য সরকারগুলিকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালিয়েছে গেরুয়া শিবির। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস সরকারকে সরাতে অভিযান শুরু করেছে বিজেপি। ইডি-সিআইডির পর এবার বিশাল অর্থের লোভ দেখানো হচ্ছে। উল্লেখ্য, এই রাজ্যে বিধানসভার ২২৪টি আসনের মধ্যে কংগ্রেসের রয়েছে ১৩৩। আর বিজেপি ও তাদের জোটসঙ্গী জেডিএস-এর বিধায়ক সংখ্যা ৬৫ ও ১৮। অবশ্য বিজেপির প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি একজন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের মারাত্মক এক অভিযোগ ওঠার পরেও।