পুবের কলম ওয়েব ডেস্ক: সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপের পর এবার ইনস্টাগ্রাম বিভ্রাট। সোমবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অ্যাপ ব্যবহারকারীরা পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ জানিয়েছেন।
আরও এক অন্যতম সামাজিক মাধ্যম টুইটারে অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে, তাঁদের অ্যাকাউন্টটি হঠাৎ করেই কোনও সতর্কতা ছাড়াই সাসপেন্ড করা হয়েছে। কোনওভাবেই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। কেউ কেউ আবার তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন।
এমন অনেক অভিযোগ পায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সোমবার ৩১ অক্টোবর এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করা হয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ- এর তরফ থেকে। পাশাপাশি ব্যবহারকারীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।
তবে ইনস্টাগ্রামের এই সমস্যা কেন দেখা দিয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি। ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা ফেসবুক জনসমক্ষে এই সমস্যার ব্যাপারে এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি।
শুধু লগ ইন সমস্যা নয় অনেক ব্যবহারকারীকে আবার ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, আগামীতে কোনও ভুল হলে পুরোপুরি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে।