গাজা, ১ নভেম্বর: গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় একদিনে নিহত হলেম অন্তত ৯৫ জন। পাশাপাশি কামাল আদওয়ান হাসপাতালেও হামলা চালানো হয়েছে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাসপাতালটি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘ।
Read More: প্রয়াত দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে গাজাবাসী আজ নিঃস্ব। ঠাঁই হয়েছে বেশ কয়েকটি শরণার্থী শিবিরে। কারও ভাগ্যে সেই ছায়াটুকুও জোটেনি। তবে কোনো কিছুর পরোয়া না করে নিরাপদ স্থানগুলোতেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালের তৃতীয় তলায় ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জামে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যন্ত্রপাতির। ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার ওপর এভাবে একের পর এক হামলা চালিয়ে যাওয়ায়, তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘ।