পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজেপি শাসিত গুজরাতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হল। ঘটনাটি ঘটেছে রাজ্যের বানাসকান্থা জেলায় আম্বাজি শহরে। ৫ নভেম্বর ছ’জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার পুলিশ ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, ৬ নভেম্বর আম্বাজি থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও কাউকে গ্রেফতার করা হয় নি।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটি পায়ে হেঁটে তাঁর মামার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। লালা পারমার নামে মেয়েটির পরিচিত এক ব্যক্তি তাঁকে বাইকে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।কিশোরীকে বাইকে করে চাপরি নামক এলাকায় রাস্তার ধারে এক নির্জন স্থানে নিয়ে যায়। অভিযুক্তর সঙ্গে আরও পাঁচজন মিলে কিশোরীটির উপর নির্যাতন চালায়। অত্যাচারের ধকল সইতে না পেরে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। অভিযুক্তরা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় সেখানে ফেলে রেখে পালায় বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে জাতীয় কংগ্রেসের একমাত্র সাংসদ গেনিবেন ঠাকুর। তিনি বলেন, ‘গুজরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমন ঘটেছে। সম্প্রতি এখানে এইধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। একদিকে যখন এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে অন্যদিকে তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি নির্বাচনী প্রচারে ব্যস্ত। মন্ত্রী যদি তাঁর দায়িত্বে মনোনিবেশ করতেন তাহলে হয়তো এই ধরনের ট্রাজিক ঘটনা কমানো যেত।’
উল্লেখ্য, নভেম্বরে বানাসকান্থা জেলার ভাভ বিধানসভা আসনে উপনির্বাচন। বর্তমান কংগ্রেস নেতা গেনিবেন ঠাকুর সাংসদ হওয়ার পর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। সেই কেন্দ্রেই নির্বাচনী প্রচারের কথা তুলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস।