পুবের কলম, ওয়েবডেস্কঃ বেশ কয়েকদিন ধরে ঠাণ্ডার আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। ফের সেই আমেজে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের চোখ রাঙানি কোনও ভাবে বঙ্গ ছেড়ে যেতে নারাজ। তাই ফের নিম্নচাপের জেরে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া এবং হুগলিতেও শনি এবং রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুক্রবার থেকে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি তে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ধীরে ধীরে তামিলনাড়ু উপকূলের দিকে সরে যাবে৷ কিন্তু তার প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সহ পূবালি বাতাস দক্ষিণবঙ্গে ঢুকবে।
এর ফলে উধাও হবে শীতের আমেজ। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে৷ সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস।
নিম্নচাপটি এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এটি ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে সরতে থাকবে। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সহ পূবালি বাতাস দক্ষিণবঙ্গে ঢুকবে৷ এর ফলেই বাড়বে রাতের তাপমাত্রা।
তবে এইভাবে তাপমাত্রা পরিবর্তনের কারণে সর্দি কাশি থেকে জ্বর হওয়ার মতো সম্ভাবনা থেকে যাচ্ছে। বিশেষ করে শিশুদের সাবধানে রাখার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।