পুবের কলম ওয়েবডেস্কঃ শহর কলকাতা জুড়ে সাক্ষাৎ মৃত্যুফাঁদের মত ছড়িয়ে আছে, খোলা ম্যানহোল। শুক্রবার গভীর রাতে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে অন্ধকারে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।
পেশায় অটো চালক মধ্য পঞ্চাশের রঞ্জন সাহা শুক্রবার গভীর রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন। অভিযোগ এলাকা ছিল অন্ধকার। কোন আলো ছিলনা, ঢাকনাও ছিলনা ম্যানহোলের। আচমকাই খোলা ম্যানহোলে পড়ে যান রঞ্জন বাবু।
এদিকে রাত গভীর হলেও রঞ্জন বাবু বাড়ি ফিরছেননা দেখে শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। দমদমের বেদিয়াপাড়ার ওই বাসিন্দাকে খোলা ম্যানহোলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পুরপিতার দাবি ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গিয়েছে। এছাড়াও স্থানীয় বস্তির বাসিন্দারা ম্যানহোলে শৌচ কার্য সারেন। তবে বস্তির বাসিন্দাদের পাল্টা দাবি তাঁরা কাঠের পাটাতন দিয়ে খোলা ম্যানহোলের মুখ ঢেকে রাখেন।
কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন পুলিশের ওপর আস্থা রয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।