১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়র পদে পছন্দের শীর্ষে ফিরহাদ, বাদ পড়তে পারেন তৃণমূলের দেড়’ডজন বিদায়ী কাউন্সিলর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 4

পুবের কলম প্রতিবেদকঃ অঘটন না ঘটলে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোটগ্রহণ হবে। দুই যমজ শহরের ভোটে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর,  মাস কয়েক আগেও কলকাতা পুরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে নতুন মুখের খোঁজ শুরু করলেও আপাতত ওই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা প্রাক্তন মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকেই মেয়র পদপ্রার্থী হিসেবে সামনে রেখে পুরভোটের ময়দানে ঝাঁপানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সে ক্ষেত্রে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন তিনি। যদিও পুরভোটে লড়ার বিষয়ে মুখ খুলতে চাননি রাজ্যের পরিবহণ মন্ত্রী।

তাঁর কথায়, ‘পুরভোটে লড়ব কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক। দল যা বলবে তা নতমস্তস্কে মেনে নেব।’

মেয়র পদপ্রার্থীর নাম চূড়ান্ত করার পাশাপাশি কলকাতা পুরসভার ১৮৮টি ওয়ার্ডের দলীয় প্রার্থী তালিকা তৈরির কাজও শুরু করা হয়েছে। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যেমন দলের জেলা সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের মতামত চাওয়া হয়েছে, তেমনই উত্তর কলকাতার ক্ষেত্রে দলের জেলা সভাপতির মতামতও নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেই এ বিষয়ে দলের দুই জেলা সভাপতির সঙ্গে কথা বলে প্রাথমিক প্রার্থী তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কাছেও বিদায়ী কাউন্সিলরদের সম্পর্কে মূল্যায়ন রিপোর্ট চাওয়া হয়েছে। কাদের ফের দাঁড় করালে জয় নিশ্চিত এবং কোন বিদায়ী কাউন্সিলরদের জেতার সম্ভাবনা নেই, সে বিষয়ে আগামী বুধবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মূল্যায়ন রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আইপ্যাকের কর্মীরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেয়র পদে পছন্দের শীর্ষে ফিরহাদ, বাদ পড়তে পারেন তৃণমূলের দেড়’ডজন বিদায়ী কাউন্সিলর

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ অঘটন না ঘটলে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোটগ্রহণ হবে। দুই যমজ শহরের ভোটে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর,  মাস কয়েক আগেও কলকাতা পুরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে নতুন মুখের খোঁজ শুরু করলেও আপাতত ওই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা প্রাক্তন মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকেই মেয়র পদপ্রার্থী হিসেবে সামনে রেখে পুরভোটের ময়দানে ঝাঁপানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সে ক্ষেত্রে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন তিনি। যদিও পুরভোটে লড়ার বিষয়ে মুখ খুলতে চাননি রাজ্যের পরিবহণ মন্ত্রী।

তাঁর কথায়, ‘পুরভোটে লড়ব কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক। দল যা বলবে তা নতমস্তস্কে মেনে নেব।’

মেয়র পদপ্রার্থীর নাম চূড়ান্ত করার পাশাপাশি কলকাতা পুরসভার ১৮৮টি ওয়ার্ডের দলীয় প্রার্থী তালিকা তৈরির কাজও শুরু করা হয়েছে। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যেমন দলের জেলা সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের মতামত চাওয়া হয়েছে, তেমনই উত্তর কলকাতার ক্ষেত্রে দলের জেলা সভাপতির মতামতও নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেই এ বিষয়ে দলের দুই জেলা সভাপতির সঙ্গে কথা বলে প্রাথমিক প্রার্থী তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কাছেও বিদায়ী কাউন্সিলরদের সম্পর্কে মূল্যায়ন রিপোর্ট চাওয়া হয়েছে। কাদের ফের দাঁড় করালে জয় নিশ্চিত এবং কোন বিদায়ী কাউন্সিলরদের জেতার সম্ভাবনা নেই, সে বিষয়ে আগামী বুধবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মূল্যায়ন রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আইপ্যাকের কর্মীরা।