পুবের কলম খবর ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন।তীব্র শ্বাষকষ্ট এবং গলায় ব্যাথা নিয়ে ৭২ বছর বয়সী এই প্রবীণ শিল্পীকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে তাকে। তার কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া তার বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে। চিকিৎসকদের মতে বার্ধক্যজনিত সমস্যা আছে তাঁর।
জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় সঙ্গে সঙ্গেই করোনার পরীক্ষা করা হয়। করা হয়েছে র্যা পিড টেস্টও। যদিও সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মূল করোনার রিপোর্টের জন্যে অপেক্ষা করছেন ডাক্তাররা। এছাড়াও আরও বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে।করা হয়েছে বুকের এক্স-রে। ফুসফুসে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। সেগুলির চিকিৎসা শুরু হয়েছে। তবে জ্বর এবং শ্বাসকষ্টের সঙ্গে প্রচন্ড গলাতে ব্যাথাও রয়েছে শিল্পীর। ফলে কিছু খেতে পারছেন না। গলানো খাবার দেওয়া হচ্ছে তাঁকে।
উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে কবীর সুমন। চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে ইতিমধ্যে দুই সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সুমনের চিকিৎসার তদারকিতে রয়েছে এই বোর্ড। তবে এখনই চিন্তার কিছু নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা।
১৯৪৯ সালের ১৬ই মার্চ জন্মগ্রহণ করেন এই ” গানওয়ালা” ২০০০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সুমন চট্টোপাধ্যায় থেকে তিনি হন কবীর সুমন। ৯০ এর দশকে চাপদাড়ি, উস্কোখুস্ক চুল হাতে গিটার তরুণ সুমনের ” এক কাপ চায়ে আমি তোমাকে চাই” বাংলা গানের জগতে এক ভিন্ন মাত্রা যোগ করে। গায়ক, অভিনেতা, গীতিকার সাংসদ এক বহুমুখী প্রতিভার এই বিরল ব্যক্তিত্বটি দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই এখন চাইছেন আপামর অনুরাগীরা