পুবের কলম, ওয়েবডেস্কঃ চরমে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীর কটাক্ষের কয়েকঘন্টা পরেই সাংবাদিকদের সামনে সোচ্চার হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন রাজ্যপাল সুর চড়িয়ে বলেন, মুখ্যমন্ত্রীর বিবৃতির কোনও সত্যতা নেই। মুখ্যমন্ত্রী ‘তাজবেঙ্গল’ নিয়ে মিথ্যা ভাষণ দিয়েছেন। মা ক্যান্টিনের টাকা কোথা থেকে আসছে, সেই কথাই জানতে চেয়েছি, কোনও খারাপ ভাষা ব্যবহার করিনি। কিন্তু আমি এর কোনও উত্তর পাইনি।
রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, ৯০০ ট্যুইট করেছি। তাও এখনও কোনও জবাব মেলেনি। কোনও ট্যুইট প্রকাশ্যে এসেছে কিনা, তা জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে।
এখানে আইন নয়, শাসকের রাজত্ব চলছে। সংবিধান রক্ষা করাই আমার কাজ। আমার কাছে কোনও ফাইল পড়ে নেই। কোনও ইস্যুতে সমাধান না হলে জবাব দিতে হবে, রাজ্যকে। রাজ্যে প্রতি মুহূর্তে সাংবিধানিক নীতি ব্যাহত হচ্ছে। অসত্য ভাষণ করছেন মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে পেগাসাস অসত্য ভাষণ মুখ্যমন্ত্রীর।
‘উনি বার বার বিরক্ত করছেন, রাজ্যপালকে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছি’: মুখ্যমন্ত্রী
ধনকর বলেন, ‘আমি রাজ্য শিল্পায়ন চাই। কিন্তু তার জন্য এ রাজ্যে কোনও পরিস্থিতি নেই।
এদিন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর পালটা আক্রমণ করে বলেন, এটা আপনার তৃতীয় দফার শাসন। নিজেকে নিজেই প্রশ্ন করুন। ওঁনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। কিন্তু ওঁনার ব্যবহারে আমি স্তম্ভিত।