পুবের কলম, ওয়েবডেস্কঃ তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা (Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। শুক্রবার ভোরে এই কম্পন অনুভূত হয়। ভূ-কম্পনের উৎপত্তিস্থল থেকে চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ইন্দো-মায়ানমার সীমান্তের এই ভূমিকম্পের জেরে কলকাতার পাশাপাশি কেঁপে ওঠে ত্রিপুরা এবং অসমও। বিশেষজ্ঞরা এই কম্পনকে ‘ভেরি স্ট্রং’ বা অতিরিক্ত তীব্র হিসেবে ব্যাখ্যা করেছেন।
ন্যাশনাল সেন্টার ফর সেসমলজির তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায়। এত সকালে কম্পন হওয়ায় অনেকেই ভূমিকম্প বুঝতে পারেনি। আবার অনেকেই জানিয়েছেন হঠাৎ-ই দরজা, খাট প্রচণ্ড জোড়ে কেঁপে ওঠে। তবে কোনও কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৬ পার করে করার জন্য বিশেষজ্ঞরা এই কম্পন ভেরি স্ট্রং বলে জানিয়েছেন। কম্পনে কলকাতা উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে এই কম্পন হয়েছে বলে খবর।
ভূবিজ্ঞানীদের মতে, কলকাতার ভূপৃষ্ঠের প্রায় সাড়ে চার কিলোমিটার নীচে একটি চ্যুতি রয়েছে। তার মধ্যে যে পরিমাণ শক্তি রয়েছে তাতে ৬.৫ অবধিও রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা হতে পারে।
কলকাতায় এই কম্পন ৩ সেকেন্ড স্থায়ী হয়। ৫.৫৩ নাগাদ আফটার শকও হয় এমনটাই রিপোর্ট৷ উত্তরবঙ্গেও হালকা কম্পন অনুভূত হয়।