পুবের কলম প্রতিবেদকঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও একাধিক দাবি দাওয়া নিয়ে দফায় দফায় ধর্ণা-আন্দোলন চলছে চিকিৎসকদের। এই কারণে চিকিৎসকরা সম্পূর্ণ-পরিষেবা প্রদানে বিরত থাকছেন। হাসপাতালে চিকিৎসকরা পরিষেবা চালু করলেও এখনও আউটডোর পরিষেবা ব্যাহত হচ্ছে। এই কারণে ভিড় জমছে বেসরকারি হাসপাতালগুলিতে। আর এতে রেকর্ড খরচ বেড়েছে স্বাস্থ্যসাথী কার্ডে।
এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে খরচ হয়েছে রাজ্য সরকারের প্রায় ৩১৫ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, এই পরিসংখ্যান অন্যান্য সময়ের তুলনায় প্রত্যেকদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি। গত ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকদিন গড়ে ৭ কোটি ৮৬ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী প্রকল্প খাতে খরচ করেছে রাজ্য সরকার।