কলকাতাMonday, 21 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

ওবিসি নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের

FAISAL HASAN
October 21, 2024 8:29 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: ওবিসি নিয়ে সমস্যায় পড়েছে সংখ্যালঘু সমাজের পড়ুয়া ও চাকরিপ্রার্থীরা।

 

কলকাতা হাইকোর্টের ওবিসি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি মঙ্গলবার হতে পারে। তবে এর আগেও শুনানি হওয়ার সাম্ভাব্য দিন নির্ধারণ হলেও হয়নি। উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় অবসর নেবে। তার আগে এই মামলার শুনানি চাইছে বিশিষ্টরা।ওই তারিখের মধ্যে শুনানি না হলে আরও পিছিয়ে যেতে পারে। তাই এই নিয়েও ওবিসি প্রার্থী ও রাজ্য সরকারের মামলাকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে।

 

আরও পড়ুন:নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

 

সোমবার রাইটার্স বিল্ডিংয়ে ওবিসি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের (পিআইবি) সঙ্গে আলোচনায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ ছিলেন পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল। 

পিআইবি’র প্রতিনিধিদের ফিরহাদ হাকিম আশ্বাস দেন, ওবিসিদের সমস্যার বিষয়টি রাজ্য সরকার আন্তরিকভাবে দে’ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। ৭৭ টি কমিউনিটি নিয়ে প্রশ্ন উঠেছে। আইন মেনে যাতে ওই কমিউনিটিদের পুনরায় সার্ভে করে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়, সেই নিয়েও পরামর্শ চলছে অ্যাডভোকেটদের সঙ্গে। তবে এই প্রক্রিয়ার জন্য একটু সময় লাগবে।

এদিকে এনসিএল সার্টিফিকেট নিয়ে ফিরহাদ হাকিম পিআইবি’র প্রতিনিধিদের জানিয়েছেন, এনসিএল সার্টিফিকেট অনেকেই পাচ্ছেন না। ‘অন গোয়িং’ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা এনসিএল পাচ্ছেন না, তাদের সহযোগিতা করা হবে।

এদিন পিআইবির তরফ থেকে দাবি ছিল, সরকার উদ্যোগী হয়ে দ্রুত শুনানির ব্যবস্থা করুক।

 

চিফ জাস্টিস এর কাছে আইনজীবী কপিল সিব্বলকে দিয়ে বিষয়টি মেনশন করুক। তবে ইতিমধ্যে এই উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় বনসল। সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন চিফ জাস্টিসের থেকে অনুমতি নিয়ে সার্ভে শুরু করে দেওয়া হোক। এই সংক্রান্ত পাটনা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করা হয়েছে। এই নিয়ে বনশল জানিয়েছেন, তারা এই দাবি অনুসারে যথাযথ পদক্ষেপ করবেন।

 

সুপ্রিম কোর্ট অনুমতি দিলে খুব বেশি হলে ৫-৬ মাসের মধ্যে সমস্ত সার্ভে সরকার সম্পূর্ণ করে নিতে পারবে। সেক্ষেত্রে মামলা বিলম্বিত হলেও আমাদের সার্ভে প্রক্রিয়াটি গতিশীল থাকবে। পাশাপাশি এনসিএল সার্টিফিকেট নিয়ে খুব ভোগান্তি হচ্ছে। এর এক্ষুনি বিহিত করা প্রয়োজন। এই নিয়ে সঞ্জয় বনসল, জানিয়েছেন আপনারা যে কোন অসুবিধাগ্রস্থ ছাত্রের সমস্যাটি লিস্টিং করে আমাদেরকে দিয়ে দিন, আমরা সমস্যার সমাধান করে দেব।

এদিনের প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের (পিআইবি) পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক ড. মানাজাত আলি বিশ্বাস, অধ্যাপক ড. মেহেদি হাসান, সে’ জাহিরউদ্দিন, ডা. সামসুল হক, ড. নার্সিগ আব্বাসি, ডা. আবদুল লতিফ, সে’ মশিউর রহমান, আলমগীর সরদার, সাবির আহমেদ।

read more:মাদ্রাসাগুলিকে অর্থ সাহায্য বন্ধ করা চলবে না, এনসিপিসিআরের সুপারিশে সুপ্রিম স্থগিতাদেশ