পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্য বিধি মেনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ভার্চুয়ালি আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মুহাম্মদ গোলাম রব্বানী। ছিলেন দফতরের প্রধান সচিব মুহাম্মদ গোলাম আলী আনসারী, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন, পর্ষদের অন্যতম সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেম ফারহাদ, মাদ্রাসা শিক্ষা পরিষদের সচিব শেখ আবদুল মান্নাফ, উপসচিব আজিজুর রহমান সহ অন্যান্য আধিকারিক ও সদস্যরা।
আলোচনার বিষয়বস্তু হিসেবে নবনিযুক্ত পশ্চিম মেদিনীপুর, উঃ চব্বিশ পরগনা ও উর দিনাজপুরের বিভিন্ন মাদ্রাসা প্রায় শতাধিক নবনিযুক্ত প্রধান শিক্ষক ও সুপারেনটেন্ডদের বিভিন্ন বিষয় নিয়ে জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিক্ষার্থীদের ড্রপ আউট আটকানো, ভার্চুয়ালি পঠনপাঠনে অংশগ্রহণ করা, সরকারি পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়ে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।