পুবের কলম প্রতিবেদকঃ ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। যার প্রভাবে চলতি সপ্তাহের শেষেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা বাংলায়। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলির জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও কলকাতা ও অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনি ও রবিবার।
দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। পূর্বাভাস অনুসারে আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে– শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন বৃহস্পতিবারের মধ্যেই তাঁদের ফিরে আসতে হবে। শনিবার সকাল থেকেই উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। ফলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
হাওয়া অফিস সূত্রে খবর– শুক্রবারেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর– দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি শুরু হবে। মূলত শনিবার থেকেই শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অতি ভারী বৃষ্টির পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা– হাওড়া এবং ঝাড়গ্রামেও শনিবার থেকে ভারী বৃষ্টির শুরু।
হুগলি– নদিয়া– মুর্শিদাবাদ– পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া। শুক্রবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।