পুবের কলম ওয়েব ডেস্কঃ বছরের শুরুতেই শোকের ছায়া টলি পাড়ায়। শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন অঞ্জন চৌধুরীর ছেলে সুদীপ চৌধুরী। পেশায় একজন সিনেমার পরচালক ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। পরিচালকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলি পাড়া।
সংবাদ মাধ্য সূত্রে খবর, বেশ কিছুদিন আগে ‘ফেরারি মন’ ধারাবাহিকের সেটে আচমকা অজ্ঞান হয়ে পড়েন সন্দীপ। তাঁকে তখনই ইকবালপুরের বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়।
তখন একাধিক পরীক্ষা করে দেখা যায় তাঁর হার্টের সমস্যা রয়েছে। সঙ্গে ফুসফুসে জল জমে গিয়েছে। কিডনিরও অবস্থা ভাল ছিল না। মাল্টিঅরগ্যান ফেলিওর হয় ধীরে-ধীরে। এই খবরে কান্নায় ভেঙে পড়েছেন চুমকি-রিনা চৌধুরী।
উল্লেখ্য ২০০৭ সালে প্রয়াত হন অঞ্জন চৌধুরী । বাংলা সিনেমায় তাঁর অবদান অপরিসীম। তাঁর প্রয়াণের পর চুমকি এবং রিনা ও মাকে আগলে রেখেছিলেন সন্দীপ।
গত বছর অর্থাৎ কয়েক মাস আগেই জয়শ্রী চৌধুরী প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল টলিপাড়ায়।এবার সন্দীপের মৃত্যুতে ভেঙে পড়েছেন কাছের মানুষরা। শোকজ্ঞাপন করেছেন কলাকুশলীরা। এদিন সকালেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন। তাঁর মৃত্যুর পরেও টলিউড হারাল আরও একটি উজ্জ্বল তারকাকে। অনেকেই আজকের দিনটিকে কার্যত ‘কালো দিন’ বলে চিহ্নিত করছেন।
সন্দীপ চৌধুরী ঋতুপর্ণা সেনগুপ্তর ‘বিদ্রোহিনী’ ছবির পরিচালক ছিলেন । বাংলা সিরিয়াল ‘উড়ন তুবড়ি’র ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন তিনি।