কলকাতাSaturday, 2 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টার মধ্যেই ক্যান্সার নির্ণয়,  নিউ টাউনে চালু নয়া যন্ত্র

mtik
April 2, 2022 6:07 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ নিউ টাউনের মুকুটে সংযোজন হল নয়া পালক। চিকিৎসা ব্যবস্থার পথ চলা শুরু হল আরও একটি বিশ্ববিদ্যালয়ে। যেখানে ক্যান্সারের মতো মারণব্যাধির দ্রুত রোগ নির্ণয় পরীক্ষা এবং চিকিৎসার সুবিধা মিলবে।

পড়ুয়ারা হাতে-কলমে নিতে পারবে ক্যান্সার চিকিৎসার পাঠও। শনিবার নিউ টাউন অ্যাকশন এরিয়া ১-এর টাটা মেডিকেল সেন্টার সংলগ্ন ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্নভেশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়’-এ ক্যান্সার নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রের আধুনিক যন্ত্র উদ্বোধন হল। এদিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃণমূল বিধায়ক মদন মিত্র, আমেরিকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ডেভিড পিটারস হপকিন্স, হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন-সহ প্রমুখ।

মদন মিত্র জানান,  রাজ্যের এই ধরনের বিশ্ববিদ্যালয় তথা হাসপাতাল আমাদের দেশের গর্ব। এর উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হতে পেরে আমি আনন্দিত। কর্তৃপক্ষ যে ধরনের মেশিন এখানে রেখেছে তাতে ২৪ ঘন্টার মধ্যেই ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে।

প্রখ্যাত চিকিৎসক তথা ইন্সটিটিউটের পরিচালক প্রদীপ কুমার ঘোষ জানান,  ক্যান্সার নির্ণয়ের দুষ্প্রাপ্য অদ্ভুত প্রযুক্তির ওই মেশিন গোটা বিশ্বে তিনটির রয়েছে। যার মধ্যে প্রবাসী প্রবীণ এক বাঙালি অধ্যাপক দম্পতির চেষ্টায় কলকাতা একটি প্রতিষ্ঠিত হয়েছে। যার দাম কমবেশি ৬ কোটি।