ইসলামাবাদ, ১৬ অক্টোবরঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যেই টর্চার করা হচ্ছে। পরিবারের কারও সঙ্গে, দলের কারও সঙ্গে এমনকী আইনজীবীর সঙ্গেও বেশ কয়েকদিন দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরানকে। ইমরানের অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন লন্ডনে থাকা তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ। নিজের এক্স হ্যান্ডেলে জেমিমা আরও লিখেছেন, ইমরানকে এখন অন্ধকার সেলে রাখা হয়েছে। সেলের মধ্যে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। এমনকী তাঁর রান্নার লোকের ছুটি করে দেওয়া হয়েছে। ইমরান তাঁর দুই পুত্রের সঙ্গে প্রতি সপ্তাহে একবার ফোনে কথা বলতেন। কিন্তু সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্বিগ্ন জেমিমা তাই দাবি করলেন, ইমরানকে এখনই মুক্ত করে দেওয়া হোক।
পাকিস্তানে এখন চলছে আন্তর্জাতিক এসসিও সম্মেলন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন আর এই সময় জেমিমার এই পোস্ট বিব্রত করেছে পাকিস্তানকে। পাক প্রশাসন তাই তড়িঘড়ি পিটিআই নেতা গোহর খানকে জানিয়েছেন ইমরান নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তাকে জেলের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখছেন। উল্লেখ্য, আদিয়ালা জেলের মধ্যে দীর্ঘ সময় ধরে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিপূর্বেও সন্দেহ প্রকাশ করা হয়েছে ইমরানকে ‘স্লো পয়জনে’ ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে আদালতকে নির্দেশও দিতে হয়। এদিকে, ইমরানের দল পিটিআই সমর্থকরা ইমরানের ওপর টর্চার বন্ধের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছিল। কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক চলছে পাকিস্তানে, সে-কারণে পিটিআই সমর্থকদের বিক্ষোভ না দেখানোর শর্তে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল পাক প্রশাসন। কিন্তু ইমরানের শরীর খারাপ এই অজুহাতে পরিবারের কারও সঙ্গে দেখা করতে না দেওয়ায় উদ্বেগ ক্রশমই বাড়ছে। কয়েকদিন আগে ইমরানের দুই বোন ও ভাইপোদের জেলবন্দি করে রেখেছে পাক সরকার। ইমরানের ওপর টর্চার নিয়ে মুখ খুলেছিলেন তারা। সেজন্য গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা মুখ খোলায় ইমরানকে নিয়ে আন্তর্জাতিক স্তরে চর্চা শুরু হয়েছে। ফলে কিছুটা ব্যাকফুটে শেহবাজ শরীফের সরকার। আর পিটিআই সমর্থকরা ক্রমাগত দাবি তুলছে হয়তো অন্ধকার সেলে মেরে ফেলা হতে পারে তাঁদের প্রিয় নেতাকে।