পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রখ্যাত মাওলানা সাজ্জাদ নোমানির সঙ্গে দেখা করতে। সঙ্গে ছিল স্বামী ফাহাদ আহমেদ। ফাহাদ এবার শরদ পাওয়ারের এনসিপির পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন। মাওলানা নোমানির কাছে গিয়ে ছিলেন দোয়া চাইতে। স্বরা ভাস্কর নিজে শালোয়ার কামিজ পরে মাথায় ওড়না পরে ছিলেন। ফাহাদ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভোটের বাজারে জোর চর্চার বিষয় হয়ে ওঠেন স্বরা। তিনি হিজাবের সমর্থক এবং মৌলাবাদীদের সমর্থক এমন মন্তব্য ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়।
সিনেমাকে হারাম বলা এক মাওলানার কাছে অভিনেত্রী স্বরা গিয়েছেন আশীর্বাদ নিতে। ফ্রি মিস্কিং-এর ঘোরতর বিরোধী এই দেওবন্দ মাওলানা বলে খ্যাত একজনের কাছে গেলেন নারীবাদী অভিনেত্রী। ২০২৩ এর ফেব্রুয়ারি স্বরা-ফাহাদের বিয়ে হয় বিশেষ বিবাহ আইনে। তাদের এক কন্যা রয়েছে নাম রেখেছেন রাবিয়া। ফাহাদ টিকিট পেয়েছেন অনুশক্তি নগর থেকে। তাঁর বিরুদ্ধে রয়েছেন অজিত পাওয়ার এনসিপির প্রার্থী।
মাওলানা সাজ্জাদ নোমানি ক’দিন আগে আবেদন জানিয়েছিলেন ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। কেউ কেউ মামলা করার হুমকি দিচ্ছেন মাওলানার বিরুদ্ধে। লোকসভায় মুসলিম দলিতরা জোট বেঁধে কয়েকজন বিজেপি প্রার্থীকে হারিয়ে দেওয়ায় এবার বিজেপি অমুসলিম ভোট এক কাট্টা করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে। ভোটের আর দু’দিন বাকি এর মধ্যে স্বরা ভাস্কর মাওলানার সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে ভোটের বাজারে নতুন মশলা যোগ হয়েছে বলে মনে করছেন। মাওলানার সঙ্গে স্বরার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়াতেও।