কলকাতাSaturday, 2 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজভবনের সামনে ঘোড়ায় চেপে বিক্ষোভ কংগ্রেসের

mtik
April 2, 2022 7:18 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখলেন কংগ্রেসের সমর্থকরা।সোমবার রাজভবনের সামনে ঘোড়া ও রিক্সায় চেপে প্রতিবাদে শামিল হন কংগ্রেস কর্মী ও সমর্থকরা।

উল্লেখ্য, বিগত ১২ দিনে ১০ বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। জ্বালানি তেলের জ্বালার নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার।

বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের বক্তব্য ভোট প্রচার চলছে। কিন্তু মানুষের জন্য কিছুই হচ্ছে না। মানুষের যখন অসুবিধা হবে, তখনই কংগ্রেস রাস্তায় নামবে। অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছি। কংগ্রেসের বেশ কিছু কর্মী ও সমর্থক রাজভবনের সামনে রাস্তার উপরেই বসে পড়েন এবং প্রতিবাদ জানাতে থাকেন। এদিকে কংগ্রেসের এই মিছিলের জন্য শুরু থেকেই পুলিশ প্রস্তুত ছিল।

এলাকায় মহিলা পুলিশকর্মীদের প্রস্তুত রাখা হয়েছিল। কংগ্রেসের কর্মী ও সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখানো শুরু করতেই পুলিশকর্মীরা তাঁদের বাধা দেন। পরে অবশ্য  বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

কলকাতার মূল্য অনুযায়ী, শনিবার পেট্রোলের লিটার পিছু দাম ৮৪ পয়সা বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। ডিজেলের দামও বেড়েছে ৮০ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৯৭ টাকা ০২ পয়সা। লাগাতার এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকদিন আগেই তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্ব প্রতিবাদে নেমেছিল কলকাতার রাস্তায়।