পুবের কলম প্রতিবেদকঃ স্বাস্থ্যবিধি মেনেই কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সেট সম্পন্ন হল। রবিবার সকাল দশটা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা সেন্টারে প্রবেশ করার আগে সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়।
কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে, প্রথমে ৮৮টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল। পরীক্ষা সেন্টার বাড়িয়ে ১০০টি পরীক্ষা কেন্দ্র করা হয়।
পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করার আগে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে আইসোলেশনের ব্যবস্থাও করা হয়। পরীক্ষার সেন্টারের কর্মী ও শিক্ষকরা গ্লাভস ও মাস্ক পরে গার্ড দেন। আইসোলেশন রুমে থাকা গার্ডরা পিপিই কিট পড়ে ছিলেন।
এদিকে সব রকম কোভিড বিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে বলা হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানান, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে সমস্ত বিধি মেনে পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিষয়টি নিয়ে প্রতিটি জেলার জেলাশাসক– সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং প্রত্যোকটি স্থানীয় থানার সক্রিয় সহযোগিতা থাকবে।
এদিকে পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। করোনা প্রকোপের কথা মাথায় রেখে পরীক্ষা সেন্টারের সংখ্যাও বাড়ানো হয়। সারা রাজ্যের প্রতিটি জেলায় পরীক্ষা সেন্টার করা হয়েছে। এ বছর দার্জিলিং– কালিম্পয়ের পাহাড়ি এলাকায় পরীক্ষা সেন্টার করা হয়েছে। সুন্দরবনের সাগর দ্বীপেও পরীক্ষা সেন্টার করা হয়েছিল।
পুবের কলমকে দীপক কর আরও জানান– পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। ইউজিসি থেকেও ২৫ জনের একটি টিম এসেছিলেন ২৩টি জেলায় ৬৭টি সাব ডিভিশনে ৮৩ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এদিন রেল সহ অন্যান্য যানবাহন ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণে ছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।