পুবের কলম, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীর খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার হলেও মিলল না ওই ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলি। এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।
প্রসঙ্গত, পুরভোটে বিপুল জয়ে নিশ্চিত জেনেই অসমের কামাখ্যায় পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। কামাখ্যা থেকে সেই দিন বিমানে করে রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। এর পর বুধবার ট্রেনে করে হাওড়াগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় ফিরছিলেন মমতার আটজন নিরাপত্তারক্ষী। তখন এদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী শৌচাগারে যান। ঠিক সেই সময় তার ব্যাগটি খোয়া যায়। ব্যাগে ছিল ২টি গ্লক পিস্তল, ১০ রাউন্ড গুলি। মোবাইল ফোন, ও কয়েকহাজার টাকা।
ঘটনার পর পরই নিউকোচবিহার স্টেশনে লিখিত অভিযোগ জানানো হয়। বুধবার রাতেই তল্লাশি অভিযানে নামে পুলিশ। পরে রেললাইন থেকে খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার হলেও, মেলেনি আগ্নেয়াস্ত্র ও গুলি। সন্দেহভাজনের তালিকায় রয়েছে এক যাত্রী। কারণ ব্যাগ খোয়া যাওয়ার পর থেকেই ওই যাত্রীর খোঁজ মিলছিল না।