পুবের কলম, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি রাজ্য প্রশাসন। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভিকে চিঠি পাঠিয়েছে। এরপরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কলকাতা বিমানবন্দরকে বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেয়। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট কাণ্ডের তদন্ত চালাচ্ছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।
ঘটনার দিন এটিসি-র যাঁরা দায়িত্বে ছিলেন, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিমানের চালক ও উল্টোদিকে উপকূলরক্ষী বাহিনীর যে বিমান চলে এসেছিল বলে খবর, সেই বিমানের চালকের সঙ্গেও কথা বলা হবে।
গত ৪ মার্চ উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। তবে এই ঘটনায় কোমড়ে চোট পান তিনি। উত্তরপ্রদেশ থেকে নির্বাচনী সভা সেরে ফেরার পথে তার বিমান আচমকা ৮ হাজার ফুট নীচে নেমে যায়। এদিকে মুখ্যমন্ত্রী কাল বিধানসভাতে বলেন, আবহাওয়ার সমস্যার কারণে বিমানের যান্ত্রিক ত্রুটির কবলে পড়েনি। তার বিমানের সামনে আরেকটি বিমান আসার জন্যই, দুর্ঘটনা এড়াতে অতি দক্ষতার সঙ্গে পাইলট বিমানকে ৮ হাজার ফুট নিচে নামিয়ে আনে। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।