পুবের কলম প্রতিবেদক: বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পর আন্তর্জাতিক জলসীমান অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়া ট্রলার সহ রাজ্যের মৎস্যজীবীদের আটক করেছে বাংলাদেশ সরকার। প্রতিবেশী দেশে আটক বাংলার মৎস্যজীবীদের জন্য উদ্যেগ প্রকাশ করলেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, দুটো ট্রলার বাংলাদেশের দিকে চলে গিয়েছিল। তাতে ৩৬ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের আটক করে বাংলাদেশের জেলে রাখা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, “তাঁরা জেনে গিয়েছেন, নাকি না জেনে গিয়েছেন, সেটা জানি না। এত কিছু জানার পরেও আবার তিনটে ট্রলার গিয়েছে।” সেই ট্রলারে ৪৮ জন ছিলেন। তাঁরাও বর্তমানে বাংলাদেশের জেলে আছেন।
যদিও রাজ্যের মৎস্যজীবীদের নিজ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ সহযোগিতা পাবেন বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে বাংলাদেশের ট্রলার বাংলায় ডুবে গিয়েছিল। ট্রলারের সমস্ত মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে।
মমতা জানান, “তাঁদের কাছে নথিপত্রও ছিল না। আমাদের যাঁরা গিয়েছেন তাঁদেরআধার কার্ড রয়েছে।”
Read more: ওয়াকফ: বৈঠকে তীব্র বাগযুদ্ধ বোতল ভেঙে রক্তাক্ত কল্যাণ, পরে সাসপেন্ড
এদিন সাংবাদিক বৈঠক থেকেই বাংলাদেশ নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে। একই ভাষায় কথা বলি। রাজনীতিতে কখনও কখনও চেহারা বদলায়। আমি আশা করি, দুই দেশের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে তাহলে সবারই ভালো।”