পুবের কলম প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে একগুচ্ছ সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে নবান্ন। এবার ঘূর্ণিঝড়ের জেরে রেলের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। খোলা হচ্ছে জরুরি কন্ট্রোল রুম। ইতিমধ্যে প্রাথমিকভাবে ১৭৮টি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকে বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এবং শুক্রবারেরও একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। আগামী শনিবার এবং আগামী ২৯ অক্টোবরের ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
Read More: হাড়োয়াতে বামের ভরসা আইএসএফ, প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম
রেল জানিয়েছে, হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস, নয়াদিল্লি-পুরী পুরষোত্তম এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মতো অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে ওইসব রুটের বিভিন্ন ডাউন ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
1 Comment
Pingback: সন্দেশখালির বেতনি নদীর বাঁধ ভাঙলো, একাধিক জায়গায় ধস, ঘটনা স্থলে বিডিও,সেচ দফতর - PuberKalom.com