পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ কলকাতা পুরভোটে মেয়র পদে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা পর কিছুক্ষণ পরে নবান্নে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মহাত্মা গান্ধির নামে তমলুকে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। শিক্ষাক্ষেত্রের প্রসারের লক্ষ্যেই রাজ্যের এই উদ্যোগ। এদিন মমতা বলেন, ‘নেতাজি সংক্রান্ত সব তথ্যই আমরা প্রকাশ করেছি। ২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান। মনীষীদের জন্মদিনে বিশেষভাবে আলো দিয়ে সাজানো হবে। আগামী বছর রেড রোডে হবে বিশ্ব সঙ্গীত মেলা।’। মুখ্যমন্ত্রী বলেন, শ্যামবাজারে হবে জয়তু নেতাজি পদযাত্রা। ১৫ আগস্ট থেকে সাতদিন মনীষীদের স্মরণ করার প্রস্তাব। স্বাধীনতার সব ডিজিটাইজ করা হবে।
শুক্রবার ঋষি অরবিন্দের ১৫০ বছর উদযাপন নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। বৈঠকে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই বৈঠকে রাজ্যের প্রতিনিধি থাকলেও থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রাজ্যের কর্মসূচি নিয়ে ছিল বৈঠক। এই বৈঠকে ঋষি অরবিন্দের ১৫০ বছর উদযাপনের বিষয়টি নিয়েও একই সঙ্গে আলোচনা হয়। কাজেই মুখ্যমন্ত্রী মনে করছেন না শুক্রবারের বৈঠকে নতুন করে এই নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ বক্তব্য রাখার সুযোগ থাকবে কিনা, তা স্পষ্ট নয়। কাজেই এই বৈঠকে থাকছেন না মমতা। এদিন নবান্নের বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য বলেন মমতা। সে ক্ষেত্রে অহেতুক জাতীয় বিতর্ক না হয় সেজন্য আগেই এর কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
এদিন মমতা বলেন, বৃহস্পতিবারের বৈঠকেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অতএব একই বিষয় নিয়ে আবার আলোচনা অর্থহীন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঋষি অরবিন্দের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকারের ব্যবস্থাপনার বিষয়গুলি কেন্দ্রকে যেন জানিয়ে দেওয়া হয় কেন্দ্র তার মতো করে দিনটি উদযাপন করতেই পারে তাতে কোনও আপত্তি নেই রাজ্যের। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঋষি অরবিন্দের জন্মের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠান রাজ্য সরকার নিজের মতো করেই করবে। এক্ষেত্রে রাজ্যের তরফে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির নেতৃত্বেই হবে অরবিন্দের জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। এদিনের বৈঠকে নবান্ন সভাঘরে ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনের প্রস্তুতি সারলেন মমতা ।
এদিন সেই বৈঠকে যোগ দেন রামকৃষ্ণ মিশনের দিলীপ মহারাজ, সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী, চিত্রকর যোগেন চৌধুরী, ইতিহাসবিদ সুরঞ্জন দাস-সহ অনেকেই। ছিলেন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরাও। সকলের কাছ থেকে মতামত নেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকের ফাঁকেই কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা।
অন্যদিকে আজ মহারাষ্ট্র ভবন থেকে ফিরহাদ হাকিমে নাম নতুন মেয়র হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কলকাতার নতুন চেয়ারপার্সন হয়েছেন মালা রায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ। মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন। ডেপুটি মেয়রের পাশাপাশি, অন্যতম মেয়র পারিষদ করা হয়েছে অতীন ঘোষকে। দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিংহ, স্বপন সমাদ্দার, সুব্রত বক্সীর ভাই সন্দীপরঞ্জন বক্সী, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাম পেয়ারে রাম এবং জীবন সাহাকে করা হয়েছে মেয়র পারিষদ।