পুবের কলম প্রতিবেদক: গরুপাচার-কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ১৪ মার্চ নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে। এরই মাঝে গ্রেফতারের আশংকায় হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তা নিয়ে শুনানি হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর এ দিন আদালত অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন নাকচ করে দিয়েছেন। তবে আগাম জামিনের জন্য অনুব্রতর আইনজীবীদের নতুন করে আবেদন করতে পরামর্শ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে একাধিকবার নোটিশ দেয় সিবিআই। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। ফের তলব করা হয়েছে। তাই আদালতের দ্বারস্থ হন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। এ দিন তাঁর হয়ে সওয়াল করেন রাজ্যের প্রাক্তন এজি আইনজীবী কিশোর দত্ত এবং সন্দীপ গঙ্গোপাধ্যায়।