পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে খাদে এক যাত্রীবাহী বাস উল্টে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একাধিক শিশু আছে বলে প্রশাসন জানিয়েছে। জানা গেছে, বাসটি গারোয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল, পথে মারচুলার কাছে ২০০ ফিট গভীর খাদে পড়ে যায়। পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।ঘটনাপ্রসঙ্গে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানান, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে গতি আরও বাড়াতে বলছেন। সোশ্যাল সাইটে পোস্ট করে তিনি লেখেন, ‘খুবই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। তবু সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র চেষ্টা। আমরা মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা দেব।
উল্লেখ্য, বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে অনুমান। দ্রুত গতিতে যাচ্ছিল বাস। এদিন সকাল সকাল একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আলমোড়ার জেলাশাসক অলোককুমার পান্ডে বলেন, বাসটি ২০০ মিটার খাদে গড়িয়ে পড়েছে।
পুবের কলমকলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …