লন্ডন, ২০ নভেম্বরঃ উত্তরাধিকারসূত্রে পাওয়া খামার অধিগ্রহণে কর আরোপ করায় ১০ হাজারেরও বেশি কৃষক ব্রিটেনের পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে। নতুন সরকারের বাজেটে তহবিল সংগ্রহের জন্য ঘোষিত এই পদক্ষেপটি কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কেউ কেউ লন্ডনের রাস্তায় ট্রাক্টর চালিয়ে উত্তরাধিকার কর বাতিলের দাবি করেছে। অনেকেই বলছেন, এই কর বাতিল করা না হলে পারিবারিক খামারগুলো ধ্বংস হয়ে যাবে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়বে। তারা অভিযোগ করছেন, ক্ষমতাসীন লেবার পার্টি গ্রামীণ সম্প্রদায়কে বোঝে না।
সরকারের সমালোচকরা এই পদক্ষেপকে ‘ট্রাক্টর কর’ নামে অভিহিত করেছেন। কৃষক এমা রবিনসন বলেছেন, তিনি ‘একেবারে হতাশ’ এবং সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে তিনি খাদ্য সরবরাহ ব্যাহত করার কার্যক্রমে অংশ নেবেন বলেও সতর্ক করেছেন। তিনি জানান, উত্তর-পশ্চিম ব্রিটেনে তার খামারটি ৫০০ বছর ধরে তার পরিবারের অংশ ছিল। এখন তিনি খামারটি তার সন্তানদের দিতে চলেছেন। এমা রবিনসন বলেন, এটি এমন একজন ব্যক্তি আমার হাত থেকে কেড়ে নিতে চাইছেন, যিনি আক্ষরিক অর্থেই মাত্র কয়েক দিন ধরে সংসদে এসেছেন।