কলকাতাMonday, 21 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

ডলারমুক্ত লেনদেনে আসছে ‘ব্রিকস পে’

FAISAL HASAN
October 21, 2024 7:15 pm
Link Copied!

মস্কো, ২১  অক্টোবর: উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ‘ব্রিকস’ তাদের মধ্যে লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে ‘ব্রিকস পে’ নামক লেনদেন ব্যবস্থা উদ্বোধন করেছে। ব্রিকস গ্রুপ তার সদস্যদের মধ্যে আন্তর্জাতিক লেনদেন সহজতর করার জন্য একটি স্বতন্ত্র আর্থিক লেনদেন ব্যবস্থা তৈরি করেছে যা বিশ্বব্যাপী প্রচলিত আর্থিক ব্যবস্থাকে একটি বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে।

 

ব্রিকস দেশগুলোর সাম্প্রতিক সম্মেলনে ‘ব্রিকস পে’র মোড়ক উন্মোচন করা হয়।

 

read more:মাদ্রাসাগুলিকে অর্থ সাহায্য বন্ধ করা চলবে না, এনসিপিসিআরের সুপারিশে সুপ্রিম স্থগিতাদেশ

 

ঘোষণা করা হয়, ডলারমুক্ত লেনদেন, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম অনন্য ভূমিকা পালন করবে। ব্লক চেইনের মতো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ‘ব্রিকস পে’ পরিচালিত হবে এবং বিশ্বব্যাপী ব্যাঙ্কিং খাতে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা সুইফটের শক্তিশালী বিকল্পে পরিণত হওয়ার সক্ষমতা এটির থাকবে।

 

রুশ সংসদের উচ্চকক্ষ রুশ ফেডারেশন কাউন্সিলের সভাপতি ভ্যালেন্তিনা মাতভেঙ্কো এ সম্পর্কে দাবি করেছেন, ‘ব্রিকস পে সঠিক পথে এগোচ্ছে। এই আর্থিক ব্যবস্থা এতদিন স্বপ্ন ও পরিকল্পনা আকারে থাকলেও এখন তা বাস্তবরূপ লাভ করেছে। উন্নয়নশীল যেসব দেশ নিজেদের মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্ত করতে চেয়েছিল এই আর্থিক ব্যবস্থা তাদের চাহিদা পূরণ করতে পারবে।’

 

এ পর্যন্ত বিশ্বের ৫০টিরও বেশি দেশ এই আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। এসব দেশের বেশিরভাগ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশ।