পুবের কলম প্রতিবেদকঃ যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস করেন– তাই নির্বাচন করে শেষ মুহূর্তে তাঁর ছবিকে চলচ্চিত্র উৎসব থেকে ছেঁটে ফেলা হয়েছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট অভিনেতা চলচ্চিত্রকার ব্রাত্য বসু। তাঁর পরিচালিত ছবি ‘ডিকসনারি’ গোয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ২৫টি সিনেমার মধ্যে থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই নিয়েই এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে গর্জে উঠেছেন তিনি।ব্রাত্য বসুর অভিযোগ– তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য ছবিটি বাদ দেওয়া হয়েছে। এমনকী তাঁর প্রযোজককে বলা হয়েছে– অন্য কোনও ছবি দেখানো যেতে পারে। ব্রাত্য বসুর দাবি– ছবিটি বাদ দেওয়ার কারণ– প্রযোজক এবং ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরিদের পাঠানো একটি ই-মেলে বলা হয় ছবির পরিচালক ব্রাত্য বসুর নামের বানান ভুল। ব্রাত্যবাবু বলেন– ‘ইংরাজিতে আমার নামের বানান, বি-এর জায়গায় ডি’ গেছে অর্থাৎ দত্ত বসু লেখা হয়েছে। নির্ধারিত দিন পার হয়ে যাওয়ার পরে ব্রাত্যবাবুর পরিচালককে বলা হয়– ডিকশনারি নয়– অন্য যে কোনও ছবি পাঠাতে।
ব্রাত্য বসুর অভিযোগ– ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া জানায়– পাঠানো একটা অ্যাপ্লিকেশনে নামের বানান ভুল গিয়েছে। কিন্ত ওয়েবসাইটে যখন ব্রাত্যবাবুর নামটা দেওয়া হয়েছে– সেখানে ঠিক। আন্তর্জাতিক স্তরে পুরস্কার পাওয়া সত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য– করোনাবিধি কাটার পর প্রেক্ষাগৃহে যে প্রথম সিনেমাটা দেখানো হয়– সেটা হল ডিকশনারি। ছবিটি দর্শকদের মন জয় করেছে।
ব্রাত্য বসু বলেন– তৃণমূলের গোয়া সফরের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে গোয়া সফর কেউ আটকাতে পারবে না। গোয়ায় তৃণমূলই সরকার গঠন করবে। ডিকশনারি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। রয়েছেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান– আবির চট্টোপাধ্যায় প্রমুখ। যদিও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই অভিযোগ খারিজ করে দিয়েছেন।