পুবের কলম, ওয়েবডেস্কঃ বিমানে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক নাবালককে। অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। তাঁর বয়স ১৮ বছরের কম। এই সপ্তাহের শুরুতে তিনটি ফ্লাইটে অনলাইনে বোমার হুমকি পোস্ট করার অভিযোগে ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ বলে জানিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী।
গত তিন দিনে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সারা দেশে অন্তত ১৯টি উড়ানে বিস্ফোরণের ভুয়ো হুমকি এসেছে। তার মধ্যে ন’টি গত ২৪ ঘণ্টায়। ইতিমধ্যে মুম্বই পুলিশ বুধবার ১৭ বছরের এক নাবালককে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে দাবি করেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ও ইন্ডিগোর দু’টি বিমানে বিস্ফোরণের যে হুমকি সোমবার এসেছিল, তার নেপথ্যে ছিল ওই কিশোর। সে টাকা সংক্রান্ত ঝামেলায় সমাজমাধ্যম এক্স-এ বন্ধুর নামে ভুয়ো হ্যান্ডল খুলে চক্রান্ত করেছিল এ ভাবে তাকে ফাঁসানোর। ওই কিশোরের বাড়ি ছত্তিশগড়ের রাজনান্দগাঁওয়ে। তাকে ও তার বাবাকে মঙ্গলবার তলব করেছিল মুম্বই পুলিশ। ছেলেটির বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে বারবার ফ্লাইট বাতিলে ভোগান্তিতে যাত্রীরা। এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নায়ডু। এদিন তিনি এক্স বার্তায় বলেছেন, “ভারতীয় বিমানে সাম্প্রতিক বোমার হুমকির তীব্র নিন্দা জানাই। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিশ্চিত করছি যে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিটি ব্যবস্থা নেওয়া হয়েছে।”