কলকাতাSunday, 20 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ভিখারীর গুপ্তধনে আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকা, মৃত গবাদি পশু

asim kumar
October 20, 2024 1:24 pm
Link Copied!

ইনামুল হক, বসিরহাট: ভিক্ষাবৃত্তি করে জমিয়েছিলেন লক্ষাধিক টাকা। আর সারা জীবনের সেই সঞ্চয় কয়েক ঘন্টার আগুনে ভস্মীভূত হয়ে গেল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের রাঘবকাঠির ঘটনা‌।

বছর ৭৫ এর বৃদ্ধা, ফাতেমা বিবির ভিক্ষা করেই দিন কাটতো। উদ্বৃত্ত অর্থ জমিয়ে রাখতেন তার একমাত্র ঠাঁই ছোট্ট ঘরের মধ্যেই। অনেক আগেই নিঃসঙ্গ হয়ে পড়েছিল। দেখাশোনার মতো পরিবারের আর কেউ নেই। ইট টালির একচালা ঘরের ভিতরে একলাই থাকেন।

শনিবার রাত দশটা নাগাদ উনুনে রান্না চাপিয়ে মুদির দোকানে গিয়েছিলেন তেল আনতে। ঠিক সেই সময়ে ঘরে আগুন লেগে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় কয়েক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।

নগদ টাকা ছাড়াও চাল,ডাল কাপড়-চোপড় এমন কি ঘরের ভিতরে দুটি ছাগল ও পাশে বেঁধে রাখা ছিল গরু। সবই পুড়ে শেষ হয়ে যায়। বৃদ্ধা  ফাতেমা বিবির জমানো টাকা সবটাই পুড়ে ছাই।

Read more: হামাস বেঁচে আছে-বেঁচে থাকবেঃ সিনওয়ারের মৃত্যু নিয়ে মন্তব্য খামেনির

আশ্রয়হীন ফাতেমা বিবিকে ইতিমধ্যে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত থেকে সাহায্যর আশ্বাস দেওয়া হয়েছে। সম্বলহীন ফাতেমা বিবির আপাতত দিন কাটছে খোলা আকাশের নীচে।