ঢাকা, ১৮ অক্টোবর: ২০২৫ সালের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একটি টিভি অনুষ্ঠানে ড. আসিফ নজরুল জানান, নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি সম্পন্ন হলে সার্চ কমিটির মাধ্যমে একটি নতুন ইলেকশন কমিশন গঠন করা হবে।
নজরুল বলেন, ‘আমি বাস্তবসম্মতভাবে মনে করি, আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ALSO READ:বৃহস্পতির চাঁদ ইউরোপায় পানির খোঁজে নাসার যান!
এর অনেক কারণ রয়েছে। এটি আমার কাছে প্রাথমিক অনুমান।’ তাঁর মন্তব্য, নির্বাচন কমিশন গঠনের পর প্রথম কাজ হবে একটি নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা। এদিকে, শেখ হাসিনার বিচারের বিষয়ে বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে নজরুল বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।
প্রসঙ্গত, একদিন আগেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আওয়ামি লিগের অন্যান্য নেতা-মন্ত্রীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে, ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না। তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তারা অতীতে কী কাজ করেছে তা দেশবাসী দেখেছে।
1 Comment
Pingback: হামাসের নতুন প্রধান হলেন খালেদ মাশাল