Author: Juifa Parveen

পুবের কলম, ওয়েবডেস্ক:  মহাকুম্ভ মেলায় মুসলিম দোকানে নিষেধাজ্ঞা। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর। এদিন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি জারি জানানো হয়, যে সকল দোকানদারদের প্রধান হিন্দু, শিখ, জৈন বা বৌদ্ধ নয় তাদের মহাকুম্ভে দোকান দেওয়ার জন্য জমি বা কোনও অনুমতি দেওয়া হবে না। হিন্দু, শিখ, জৈন বা বৌদ্ধ ধর্মাবলম্বীরাই মহাকুম্ভ মেলায় দোকানে দিতে পারবেন। এদিন আরও জানানো হয়, এই সিদ্ধান্ত নির্দিষ্ট কোনও ধর্মের বিরুদ্ধে না, তবে বিগত কয়েক দিনের পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুনঃ ওয়াকফ: ১২ নভেম্বর কলকাতায় আসছে জেপিসি …

Read More

পুবের কলম প্রতিবেদকঃ  জেপিসি সূত্রে জানা গেছে, যৌথ সংসদীয় কমিটি ওয়াকফ বিল ২০২৪ সম্পর্কে স্টেক হোল্ডারদের মতামত শোনার জন্য ১২ নভেম্বর, ২০২৪ কলকাতায় আসছে। যৌথ সংসদীয় কমিটির কলকাতা সফরের সময় পশ্চিমবঙ্গের আগ্রহী ব্যক্তি এবং সংগঠনের বক্তব্য শুনবেন। এছাড়া ব্যক্তি বা সংগঠন লিখিতভাবেও ওই বিল সম্পর্কে তাঁদের অভিমত জানাতে পারবেন। READ MORE: ডিজিটাল গ্রেফতারিঃ উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র উল্লেখ্য, জেপিসি সূত্র থেকে জানা যাচ্ছে, তাদের কলকাতা সফরের সময় যে সকল ব্যক্তি বা সংগঠন বক্তব্য রাখতে চান বা লিখিতভাবে নিজেদের অভিমত পেশ করতে চান, তাঁরা নিম্ন ই-মেল আইডিতে সময় চেয়ে জেপিসি-র কাছে আবেদন করতে পারেন। ই-মেলঃ[email protected]

Read More

নয়াদিল্লি, ৩০ অক্টোবর: বর্তমান সময়ে প্রতারকেরা ‘ডিজিটাল গ্রেফতারি’র কথা বলে ফোন করে টাকা হাতানোর ছক বার করেছে। ‘মন কি বাত’ অনুষ্ঠানে গত রবিবারই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই এই ধরনের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব থাকবেন এই কমিটির শীর্ষে। সূত্রের খবর, এই ব্যাপারে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৭ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে। ২০২৩ সালেও সেই সংখ্যা ছিল সাড়ে ১৫ লাখের…

Read More

পুবের কলম, ওয়েবডেস্ক: হুমকি আর হুমকি! বিমানে বোমাতঙ্কের থ্রেট যেন ‘জলভাত’। বিগত কয়েকদিনে কমপক্ষে ৫১০-অধিক বিমানে বোমাতঙ্কের হুমকি মিলেছে। এই আবহে মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে ফের শতাধিক বিমানে হুমকির খবর মিলেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুধু এয়ার ইন্ডিয়ার ৩৬টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। একইভাবে ইন্ডিগোর ৩৫ এবং ভিস্তারার ৩২টি বিমান এহেন হুমকির মুখে পড়েছে। প্রতিবারের ন্যায় এবারেও বেশিরভাগ হুমকি পেয়েছে সোশ্যাল সাইট মারফত। বিগত ১৬ দিনে বিভিন্ন বিমানে মোট ৫১০ বোমাতঙ্কের খবর মিলেছে। সংশ্লিষ্ট বিষয়ে কড়া আইন আনার কথা উঠেছে। তবে কবে থেকে সেই আইন কার্যকর হবে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, বোমাতঙ্ক ছড়ানোর…

Read More

পুবের কলম, ওয়েবডেস্ক: হিজবুল্লাহর ড্রোন হামলার ভয়। ছেলের বিয়ে পিছোলেন রক্তপিপাসু নেতানিয়াহু। জানা গেছে,অনেক আগে থেকেই আভনার নেতানিয়াহুর বিয়ের কথা চলছিল। দিনক্ষণও ঠিক হয়ে আছে। তবে বিয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ছেলের বাবা বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ছেলের বিয়েতে আপত্তি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে আভনার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে বেঞ্জামিন নেতানিয়াহু ও সহযোগী আধিকারিকদের দাবি, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। চলতি মাসের ১৯ তারিখে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়।…

Read More

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্যে মৃত ৭ হাতি। গুরুতর অসুস্থ আরও ২। ভর্তি হাসপাতালে। অসুস্থ হাতিগুলির চিকিৎসা চালানো হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক।যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতাউলি এলাকায় প্রথমে দুটি হাতির দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। পরে তল্লাশি আরও দুটোকে মৃত অবস্থায় পান তারা। একটু এগিয়ে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় দেখেন। চিকিৎসা চলাকালীন তার মধ্যে আরও ৩টি হাতির মৃত্যু হয়। সর্বসাকুল্যে ৭ টি হাতির মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণে এই মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বনকর্মীরা। রাজ্য বনদফতর সূত্রে খবর, মঙ্গলবার জঙ্গলে রুটিন টহলদারি করতে গিয়ে দুই…

Read More

পুবের কলম,ওয়েবডেস্ক:  নবাব মালিকের হয়ে প্রচার করবে না গেরুয়া শিবির। মঙ্গলবার রাতে বিবৃতি জারি করে স্পষ্ট জানালেন বিজেপির মুম্বাই ইউনিটের প্রধান আশিস শেলার। বলাবাহুল্য, বিজেপির চক্ষুশূল তিনি। বরাবরই তাঁর কণ্ঠে উঠে এসেছে গেরুয়া শিবির বিরোধী স্বর। বহুকাল যাবৎ মহারাষ্ট্রের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। শুধু তাই নয়, যখন শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক মামলায় অভিযুক্ত হন তখন অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন এই নবাব মালিকই। ফাঁস করে দিয়েছিল সমীর ওয়াংখেড়ের কারসাজি। ফলে গেরুয়া শিবিরের রোষানলে পড়েন তিনি। শুরু হয়ে যায় নবাবের বিরুদ্ধে তদন্ত। তারপর দীর্ঘদিন বিনা বিচারে জেল খাটতে হয় তাঁকে। সেই নবাব এখন বিজেপিরই জোট সঙ্গী এনসিপির প্রার্থী। নানা…

Read More

পুবের কলম, ওয়েবডেস্ক: কুকীর্তির চরম পর্যায়ে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অভিব্য আচরণ শিক্ষকদের। এখানেই ক্ষান্ত হয়নি তারা। মদ খেয়ে এক ছাত্রীকে হেনস্থা করেছে বলেও জানা গেছে। জানা গেছে, স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে আকণ্ঠ মদ্যপান শিক্ষকদের। মদ খেয়ে মাতলামি পর্যন্ত করে তারা। পরিস্থিতি বেগতিক দেখে প্রতিবাদ করে পড়ুয়ারা। তাতে বেজাই চটে যায় শিক্ষকরা। পরে এই ঘটনা জানতে পেরে অভিভাবকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসায়। শিক্ষামূলক ভ্রমণে ভীমনগরের কোশী ব্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল ৪৫ জন পড়ুয়াকে। নজরদারি তো দূর কি বাত মাছভাজা দিয়ে মদ পান করতে শুরু করে তারা। ভ্রমণ শেষে বাসে ফেরার সময় উটকো ঝামেলা শুরু করে…

Read More