পুবের কলম, ওয়েবডেস্কঃ টি আই প্যারেডে কাউকেই চিনতে পারলেন না আনিসের বাবা। শুক্রবার উলুবেড়িয়া জেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টি আই প্যারেড হয়। সেখানে আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন নিহত ছাত্র নেতার বাবা সালেম খান। দীর্ঘক্ষণ ধরে এদিন টি আই প্যারেড চলে। তবে আনিসের বাবা বাইরে বেরিয়ে এসে জানান, সেদিন যে পুলিশ কর্মী বুকে বন্দুক ঠেকিয়েছিল এখানে তারা নেই।
এদিন সকালেই সিট সদস্যরা আনিসের খানের আমতার বাড়িতে পৌঁছে যান। পুলিশের গাড়িতে সালেম খানকে নিয়ে আসার কথা বলা হয়। কিন্তু এদিন আনিসের বাবা জানিয়ে দেন, তিনি তাঁর আইনজীবীর সঙ্গেই উলুবেড়িয়া জেলা আদালতে যাবেন। এর পর আইনজীবী আসার পরেই সালেম খান টি আই প্যারেডের উদ্দেশে রওনা দেন। প্রায় আড়াইঘন্টা ধরে এদিন টি আই প্যারেড চলে।
আজ উলুবেড়িয়া জেলের ভিতরে মৃত আনিস খানের মোবাইল হস্তান্তর হয়। আনিসের মৃত্যুর সাতদিন পর মোবাইল সিটের হাতে তুলে দিল পরিবার। ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হবে মোবাইল।