পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃদু উপসর্গ রয়েছে মন্ত্রীর। সৌরভ গাঙ্গুলি যে কেবিনে ছিলেন সেখানের রাখা হয়েছে অরূপ বিশ্বাসকে।
বিদ্যুৎ মন্ত্রীকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শরীরে অক্সিজেনের মাত্রার দিকে নজর রাখা হচ্ছে। চিকিৎসকরা তাঁকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিয়েছেন বলে সূত্রের খবর।
সূত্রের খবর, সম্প্রতি গায়ে ব্যথা এবং হালকা জ্বর ছিল অরূপ বিশ্বাসের। এরপরই করোনা পরীক্ষা করেন তিনি। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসকরা মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দিতে চলেছেন তাঁকে। এটি একটি কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি– রোগীর স্বাস্থ্যের অবনতি হতে দেয় না এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। এর আগে– সৌরভকেও ওই ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়েছিল। এই ককটেল অ্যান্টিবডির প্রতিক্রিয়া বুঝতে পাঁচ দিন পর্যন্ত সময় লাগে। মূলত মৃদু উপসর্গ এবং উপসর্গহীনদের এই ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়।