পুবের কলম, ওয়েবডেস্ক: অনশন মঞ্চ থেকে চিকিৎসকদের সরে আসার আর্জি, মুখ্যসচিবের ফোনে বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধরনা মঞ্চে ফোনের বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সাধ্যমতো যতটা সম্ভব আপনাদের জন্য করব। বেশিরভাগ দাবিই আমি পূরণ করেছি।
পুলিশ কমিশনারকে সরানো হয়েছে। দাবি মতো একজনকে সরানো হয়নি। আমাকে তিন-চার মাস সময় দিন। আন্দোলন করার অধিকার সকলের আছে।আমি আন্দোলনকারিদের আমি সময় দিয়েছি।
আমি দিদি হিসেবে আমি কথা বলছি। আপনাদের সামনেও পরীক্ষা চলছে। কোর্টে কেস চলছে, জাস্টিস পাবে। মানুষ চিকিৎসকদের উপর নির্ভরশীল, সেটাও আপনারা একটু বুঝুন।
মুখ্যমন্ত্রী বলেন, অনেক অবৈধ কাজের অভিযোগ আসছে, তা সত্ত্বেও কোনও কড়া পদক্ষেপ করিনি। আমি মানবিকতার পক্ষে। আপনাদের সঙ্গে আমার মতে কোনও অমিল নেই। তবে আপনাদেরকে মানুষের প্রয়োজন। পরিষেবা স্বাভাবিক হতে দিন। মানুষ পরিষেবা পাচ্ছে না, সাধারণ মানুষও বিচার চায়। দয়া করে আপনারা অনশন প্রত্যাহার করে কাজে যোগ দিন।
Read more: নাবালিকা খুনে সঠিক বিচারের দাবিতে জয়নগর থানার মহিষমারির হাটে প্রতিবাদ সভা
সরকারি হাসপাতালে পরিষেবা না পেলে মানুষ কোথায় যাবে? মুখ্যমন্ত্রী বলেন, সামনে ছটপুজো, দীপাবলি, নির্বাচন।পরিস্থিতি স্বাভাবিক হতে দিন।
এদিনে দশ দফা দাবিতে অনড় আন্দোলনকারিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতেই একজন আন্দোলনকারি অসুস্থ হয়ে পড়েন।
2 Comments
Pingback: স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি, নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী
Pingback: নরবলি! ওড়িশার জঙ্গল থেকে উদ্ধার বালকের দেহ: puber kalom