পুবের কলম প্রতিবেদকঃ ফের সিবিআই দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। গরু ও কয়লা পাচারের তদন্তে ফের সিবিআই দফতরে হাজিরা এড়ালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা থাকলেও যাননি অনুব্রত। তাঁর আইনজীবী সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এই নিয়ে তিন বার সিবিআইয়ের হাজিরা এড়ালেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির এই সদস্য।
সোমবার সিবিআই দফতরে হাজিরা দিয়ে অনুব্রতর আইনজীবী আরও কিছুটা সময় চান। আবেদন মঞ্জুর করে আগামী ২৫ ফেব্রুয়ারি তৃণমূল নেতাকে হাজির হতে নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এবার হাজিরা এড়ালে অনুব্রতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন জানাতে পারে সিবিআই।
গরু ও কয়লাপাচারকাণ্ডের চার্জশিটে নাম না থাকলেও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। গত ২৭ এপ্রিল তাঁকে প্রথমবার তাঁকে তলব করেছিলেন গোয়েন্দারা।
২৯ এপ্রিল ছিল অনুব্রতর জেলা বীরভূমে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার পর থেকে যতবারই সিবিআই অনুব্রতকে তলব করেছে তার দুএক দিনের মধ্যে ছিল কোনও না কোনও নির্বাচন। তৃণমূলের দাবি, নির্বাচনে অনুব্রতকে নিষ্ক্রিয় রাখতে এটা বিজেপির কৌশল।