পুবের কলম ওয়েবডেস্ক; আহিরীটোলা, হাওড়ার জানবাড়ির পর ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। । এবার ঘটনাস্থল বড়বাজার সংলগ্ন রবীন্দ্র সরণি এলাকার মেছুয়াপট্টিতে শনিবার সন্ধ্যায় ভেঙে পড়ল একটি বিপদজনক বাড়ির বারান্দার একাংশ।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহত হয়েছেন দু জন, গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পোঁছেছে পুলিশ, পুরসভার উদ্ধারকারী দলের সদস্যরা।
কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল। বাড়িওয়ালা এবং ভাড়াটেদের দ্বন্দের জেরে কেউ বাড়ি ছাড়তে রাজি ছিলেননা। চলতি মরসুমে একটানা বৃষ্টির ফলেই বাড়িটির একাংশ ভেঙে পড়ল বলে পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের মত।
উল্লেখ্য খুব সম্প্রতি আহিরীটোলায় এই ধরনের একটি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে।এতে মৃত্যু হয় এক শিশুকন্যা এবং এক প্রৌড়ার।
সেই সময় ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি তার ক্ষোভ গোপন রাখেননি। ফিরহাদ জানান কলকাতার এই পুরনো বাড়ি গুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাড়িওয়ালা এবং ভাড়াটের সমস্যা। কলকাতায় প্রায় তিন হাজার এই ধরনের বাড়ি আছে। এই ধরনের বাড়ির ক্ষেত্রে আদালতের মাধ্যমে জটিলতা নিরসনের কথা বলেন তিনি।
আসন্ন পুজোর মরসুমে এই ঘটনার জেরে নেমে এসেছে শোকের ছায়া। চলছে উদ্ধারকার্য। ধ্বংসস্তুপের তলায় কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
(ছবি প্রতীকী)