পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করতে চলেছে বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজন। সূত্রের খবর অনুসারে, একসঙ্গে প্রায় ২০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। জানা গেছে, ব্যবসার মন্দা সামাল দিতেই এই সিদ্ধান্ত। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন যে কোম্পানি আগামী মাসে কর্মীদের ছাঁটাই করতে চলেছে। তবে প্রতিষ্ঠানটি কতজন কর্মী ছাঁটাই করবে তা তিনি বলেননি।
করোনা কালে ব্যাপক কর্মী নিয়োগ করেছিল এই রিটেল এবং ক্লাউড কম্পিউটিং সংস্থা। কিন্তু এরই মধ্যে তারা তাদের ডিস্ট্রিবিউশন সেন্টার কর্মী, টেকনিক্যাল কর্মী, কর্পোরেট একজিকিউটিভ-সহ সমস্ত ক্ষেত্রে ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছে। বাদ যাবেন না ম্যানেজাররাও।জানা গিয়েছে, লেভেল ১ থেকে লেভেল ৭ পর্যন্ত স্থান চিহ্নিত করা হয়েছে। প্রায় সমস্ত স্তরের কর্মীরাই এই ছাঁটাইয়ে প্রভাবিত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।এর মধ্যেই ভারতের সোশ্যাল মিডিয়া কোম্পানি শেয়ার চ্যাটও কর্মী ছাঁটাই করেছে। নিজেদের ওয়ার্ক ফোর্সের ৫ শতাংশ ছাঁটাই করেছে শেয়ার চ্যাট কর্তৃপক্ষ।
কেন হঠাৎ এতজন কর্মীকে একসঙ্গে ছেঁটে ফেলছে আমাজন? জানা গিয়েছে, প্রায় মাসখানেক ধরেই কর্মীদের সতর্ক করা হয়েছিল। উৎসবের মরশুমে প্রতিবার বিপুল লাভ হয় এই ই-কমার্স সংস্থার। কিন্তু চলতি বছরে লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের। সেই কারণেই কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই আমাজনের তরফে জানানো হয়েছিল, আপাতত নতুন করে নিয়োগ করা হবে না এই সংস্থায়।